হতভাগ্য

এ কেমন প্রেম (আগষ্ট ২০১৬)

প্রান্ত স্বপ্নিল
  • ২৫
তার সাথে দেখা হল সময়ের কাঁটা বলছে প্রায় দশ বছর হয়ে গেলো। ঘড়ির কাঁটায় সময়টা হিসেব করলে দাঁড়ায় ৮৬৪০০ ঘণ্টা। এত তাড়াতাড়ি কিভাবে এতোটা সময় হারিয়ে ফেললাম?? ভাবতেই মনের অন্তরালে একটি স্মিত হাসি ফুটে উঠে। হাসিটি আমি আর উপরে যিনি বসে আছেন তিনি ব্যতীত কেউ দেখেন না বৈকি। সেই ক্লাস সিক্স থেকে তার ভাল লাগার বহিঃপ্রকাশ, কিছু মিষ্টি ইশারা, দুষ্টু ইঙ্গিত আমার মনের প্রকোষ্ঠে কখন যে চিরস্থায়ী আসনে আসীন হয়েছে বুঝতেই পারি নি। আমি অধম তার এই প্রতীকী ভাল লাগার ইঙ্গিত সামান্যটুকু আঁচ করতে পারি নি ক্ষণিকের জন্য। যখন তার মনে “ভালোবাসা” নামক অনুভূতিটি রং ধারণ করা শুরু করলো হয়তোবা সেই মুহূর্তটিতে আমার মনটা মাঠেই পড়ে থাকতো।
ক্লাস এইটে পদার্পণ করলাম। তখনও তার প্রতি সেরকম কোন টান বা আকর্ষণ কিছুই অনুভব করি নি।কিন্তু সেই সময়ের একটি ঘটনা আমার অনুভূতির পিলারটাকে বেশ কাঁপিয়ে দিল। একদিন একটি ছোট ছেঁড়া চিরকুট তার নামসমেত আমার পাঠ্যবইয়ের হৃৎপিণ্ডে আবিষ্কার করলাম, কাঁচা হাতে লিখা ছিল সেই তিনটি মধুর শব্দ। বিধাতা আমার সাথে কি ছলনার খেলা খেলছিলেন জানি নে, সেইবারও ব্যাপারটিকে নেহাত দুষ্টুমি ভেবে এতো গুরুত্ব দিলাম না। এরপর......কিছু দৃষ্টি বিনিময় ও ঠোঁটের ইশারা ছাড়া তেমন কোন ঘটনা জীবনে রেখাপাত করলো না। আমার অন্তর্দৃষ্টি দিয়ে তার চোখে দেখেছিলাম অসহায়ত্ব আর অন্তরাত্মা বলছিল, তার ঠোঁটের ইশারায় সে বলছে “তোমাকে চাই,শুধু তোমাকে”... এভাবেই কেটে গেলো স্কুলজীবন.....তারপর দীর্ঘ একটি সময়ের জন্য তাকে হারিয়ে ফেললাম......।। ভালবাসার অনুভুতিগুলো জন্ম নেওয়ার আগেই বুকে পাথর চাপা দিতে হল।
বিশ্ববিদ্যালয়জীবনে পদার্পণ করে সেই অতীত স্মৃতিগুলো আমার মনের বাগানে বেশ ঝড় তুলছে।জীবন্মৃত ভালবাসাটাকে আর একবার বাঁচিয়ে তোলার ব্যর্থ প্রচেষ্টা করবো চিন্তা করলাম। কোথায় খুঁজবো তাকে??? তাকে খুঁজে পাওয়ার জন্য “মুখপুস্তক” ব্যতীত আমার অন্য কোন উপায় ছিল না। তখন সেটিকে বিধাতার আশীর্বাদ বলেই মনে হচ্ছিলো।মস্তিষ্কের নিউরনগুলো কেমন যেন নাবোধক সংকেত দিচ্ছিল। তবুও পাগলের মত খুঁজতে লাগলাম তাকে। দীর্ঘ এক ঘণ্টা অনুসন্ধান করার পর তার নামের আইডিটি পেলাম। তখন মনে হল, “পাইলাম, আমি ইহাকে পাইলাম”। প্রোফাইলপিকে দেওয়া ছিল এক হলুদ শাড়ি পড়া রমণীর মুখলুকনো ছবি। স্মৃতির ডায়রি হাতরে দেখতেই মনে পড়ে গেলো হলুদ তার প্রিয় রং ছিল। কীভাবে তার মনের খবর রেখেছিলাম, সেটা নাই বা বললাম। তার timeline আর about ঘেঁটে প্রায় নিশ্চিত হলাম, আমি আমার হারিয়ে যাওয়া ......ফিরে পেয়েছি। শূন্যস্থানটিতে কি বসাবো আমি নিজেই বুঝতে পারছি না। এটা কি বন্ধুত্ব নাকি অন্যকিছু??? মনের প্রশ্ন মনেই থাকুক।দেরি না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম দ্রুত। এবার আর ভুল করতে চাই না!!! অপেক্ষা করতে থাকলাম, কখন তার নামের নোটিফিকেশানটি দেখব?? আমার অবচেতন মন বলছিল, “সে কি আমাকে মনে রেখেছে??? নাকি তার রহস্যময় ইঙ্গিতগুলো শুধুই ছলনা ছিল, নাকি আমি ভ্রমে আছি”??? মনটাকে শান্ত করার কোন অবকাশ পাচ্ছিলাম না। এরুপ দুশ্চিন্তা আর দীর্ঘশ্বাস নিয়ে অপেক্ষা করলাম প্রায় ৭২ ঘণ্টা। চতুর্থ দিনের প্রথম প্রহরে ঘুম ঘুম চোখে মুখপুস্তকে উকি দিতে দেখি সে আমার ডাকে সাড়া দিয়েছে, মনটা আনন্দে ভরে গেলো। উত্তেজনাকে নিয়ন্ত্রন করে দেখলাম একটি ক্ষুদে বার্তাও এসেছে, এত একাদশে বৃহস্পতি...বুঝলাম পরিস্থিতি ও সময় দুটিই আমার অনুকূলে। এরপর... টুকরো টুকরো ভালোবাসাগুলোকে পুঞ্জীভূত করে হৃদয়ের মানসপটে একটি পূর্ণাঙ্গ ভালোবাসার জলছবি ফুটিয়ে তোলার চেষ্টা...... সেই ছবিতে শুধু দৃশ্য হচ্ছিলো তার মিষ্টি বদনখানি। বুঝতে বাকি রইল না সে আমার কে??? চলতে থাকলো ক্ষুদে বার্তা বিনিময়......।কিন্তু তার কথার মধ্যে সেই আগের কোন মায়া, ছলনা কিংবা আকর্ষণ অনুভব করলাম না।
বেশ কিছুদিন গত হল। একদিন সে আমার সাথে দেখা করার অভিপ্রায় প্রকাশ করলো। তার সেই প্রস্তাবকে নাকচ করার মত সাহস আর শক্তি কোনটিই আমার মধ্যে ছিল না বললেই চলে। তাই বাধ্য ছেলের মত আমার মনের রাণীর আজ্ঞা শিরোধার্য হিসেবে মেনে নিলাম।কাল ও স্থান নির্ধারক সে নিজেই আর পাত্র-পাত্রী আমি অধম আর সে। কাল ঠিক হল এখন থেকে ঠিক ৪৮ ঘণ্টা পর। অনুধাবন করলাম মনের মধ্যে তখন সুনামি বয়ে যাচ্ছে। উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে কিছু ত্বরিত পরিকল্পনা হাতে নিলাম। মনে মনে ঠিক করে নিলাম, তার প্রিয় বইটি আর চকোলেট তাকে উপহার দিবো। বই আর চকলেট এর প্যাকেট দুটি তার প্রিয় রঙে মুড়িয়ে একটি লাল ফিতে দিয়ে বেঁধে নিলাম।
অবশেষে... আমার বহুল প্রত্যাশিত দিনটি চলেই এল। বাসে চড়ে ভাবছি, সে দেখতে কেমন হয়েছে?? আমাকে চিনবে সে?? নিজের দিকে তাকিয়ে তখন নিজেকেই অচেনা লাগছিলো। আমিই তো সে... যে কিনা ভালোবাসার হন্তারক হয়ে প্রাণদানকারীর ভূমিকা নিলাম। নিজের ভাগ্যটাকে নিজেই এখন দুষছি।অজানার গন্তব্যে নিজের এই হতশ্রী ভাগ্যটাকে ফিরে পাওয়ার একটি শেষ চেষ্টা না হয় করেই দেখলাম!!! দেখি কি হয়......??
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর Chottogram biswabiddaloyer trener bogi te fele asa sriti golo k abar matha cara die tul le pranto......... onek onek suvecha.
হা হা হা স্মৃতি বড্ড প্রতারক, জাহাঙ্গীর ভাই। চেষ্টা করলাম কিছুটা নষ্টালজিয়ায় ফিরিয়ে নিতে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
নিয়াজ উদ্দিন সুমন পরের ইপিসোড দেখার অপেক্ষায় .....
অবশ্যই... ভালো থাকবেন সুমন ভাই
আহা রুবন নাঃ আপনি দেখি পাশের বাড়ির মেয়েটির মত ইসারা করে আবার কাছে আসতে চান না। তারপর কী হল? আপনার কথনশৈলি চমৎকার। শুভ কামনা রইল।
সেটি আমারও অজানা, তার উত্তর খুঁজে চলেছি নিরন্তর। শেষ পর্যন্ত কি চার চোখের মিলন ঘটবে!!!! ধন্যবাদ রুবন ভাই,আপনারা পাশে থাকলে কলম থামবে না। ভালো থাকবেন
শামীম খান ভাষার কারুকাজ চোখে পড়েছে । গল্পের প্লটটি বেশ আকর্ষণীয় । এগিয়ে চলুন । শুভ কামনা রইল ।
ধন্যবাদ সুহৃদ, চেষ্টা করবো আরও ভালো গল্প উপহার দিতে
ফেরদৌস আলম স্বপ্নিল ভাই, পড়তে পড়তে মনে হচ্ছিল এই তো জমে উঠছে! অম্‌নি শেষ করে দিলেন। দিলে বড় ব্যথা দিলেন। আগামী গল্পে যেন এই ব্যথার ওষুধও থাকে।
ধন্যবাদ ফেরদৌস ভাই, আসলে গল্পের শেষে এসে ইতি টানতে বেশ কষ্টই হয়েছিলো।
জলধারা মোহনা ভালো লাগলো লেখটি.. আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইলো।
ধন্যবাদ আপনাকে, আপনার কবিপ্রতিভা আরও ক্ষুরধার হোক। এই কামনা করি, ভালো থাকবেন
ইমরানুল হক বেলাল asadaron ekti golpo likeche pranto sopnil bhai, aponar lekhar hat onek sokkti sali, duya kori bondhu aponar sahitto chorcha sapoller pote agiye takuk
ধন্যবাদ বেলাল ভাই। শুভেচ্ছা আপনাকেও, আপনার সাহিত্য চর্চাও এগিয়ে যাক। ভালো থাকবেন

২৫ জুন - ২০১৬ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫